উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হত্যাচেষ্টার পর আবারো পেনসিলভেনিয়ায় প্রচারণায় ট্রাম্প

বন্দুক হামলার প্রায় তিন মাস পর এক মঞ্চে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের গল্প রাঙালেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দিতে প্রথমবারের মতো সশরীরে প্রচারণা চালিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। পেনসিলভিনিয়ার জনসভায় ট্রাম্প ঘোষণা দেন, নির্বাচিত হলে ক্রেডিট কার্ডে সুদের হার নামিয়ে আনা হবে ১০ শতাংশে। এদিকে হারিকেন হেলেনের আঘাতে বিপর্যস্ত নর্থ ক্যারোলাইনা সফরে গিয়ে সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছেন কামালা হ্যারিস।

শব্দগুচ্ছ উচ্চারণের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে তুমুল হর্ষধ্বনিতে স্বাগত জানায় সমর্থকরা। কারণ প্রায় তিন মাস আগে এই শব্দগুচ্ছে উচ্চারণের সময় একই স্থানে বন্দুক হামলার শিকার হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

মৃত্যুর মুখ থেকে প্রত্যাবর্তনের মঞ্চে ফিরে সমর্থকদের ধন্যবাদ দিতে ভুলেননি ট্রাম্প। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে স্মরণ করেন সেদিনের হামলায় নিহত সমর্থককে। ব্যাটেলগ্রাউন্ড স্টেট পেনসিলভিনিয়ায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের তকমা ফিরিয়ে দিতে কাজ করে যাবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আজ আবার বাটলারে এসে কথা বলার কারণ পেনসিলভিনিয়া ও যুক্তরাষ্ট্রের মানুষকে একটি বার্তা দেয়া। যুক্তরাষ্ট্রকে পুনরায় শ্রেষ্ঠ করে তোলা ও একত্রিত হয়ে নিজেদের শক্তিশালী করা ও বিজয়ের লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাওয়া। নির্বাচনে জয় পেয়ে আমরা আমেরিকাকে আবারও মহান করতে যাচ্ছি।'

বাটলারে জনসভায় বিভিন্ন প্রতিশ্রুতি দেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী জানান, ক্ষমতায় এলে ক্রেডিট কার্ডে সুদের হার নামিয়ে আনা হবে ১০ শতাংশে। এছাড়াও সামজিক সুরক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমাবে না নতুন প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'কর্মজীবী মার্কিনদের সুবিধার্থে, ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করা হবে। বর্তমানে জনগণ ২৫ থেকে ২৮ শতাংশ সুদ দিচ্ছে। আমি সবসময় সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতকে আগলে রাখবো। বরাদ্দ কমাবো না। কিন্তু তারা ক্ষমতায় এলে বরাদ্দ কমিয়ে ফেলবে।'

বক্তৃতার মাঝপথে ইলন মাস্ককে মঞ্চে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। এসময় দুই তুলে লাফাতে লাফাতে রিপাবলিকান প্রার্থীর সঙ্গে করমর্দন করেন টেসলা সিইও। প্রথমবারের মতো প্রচারণায় যুক্ত হয়ে নিজেকে মাগা সমর্থক হিসেবে দাবি করেন মাস্ক। প্রশংসা করেন ট্রাম্পের প্রত্যাবর্তনের।

ইলন মাস্ক বলেন, 'আমি মাগা শিবিরের কট্টর সমর্থক। এখানে আমন্ত্রিত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। কেউ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে তার চরিত্র প্রকাশ পায়। আমরা এমন প্রেসিডেন্ট পেয়েছি যিনি সিঁড়ি ছাড়া উঠতে পারেন না। অন্যদিকে আরেকজন গুলিবিদ্ধ হয়ে মুখ থেকে রক্ত ঝরার পরেও মুষ্টিবদ্ধ হাতে সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান।'

এদিকে হারিকেন হেলেনের আঘাতে বিপর্যস্ত আরেক ব্যাটেলগ্রাউন্ড স্টেট নর্থ ক্যারোলাইনা পরিদর্শনে রয়েছেন কামালা হ্যারিস। এসময় তিনি বৈঠক করেন জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে। রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণে ঘোষণা করেন ১০ কোটি ডলারের সহায়তা।

কামালা হ্যারিস বলেন, 'সশরীরে সরেজমিন পরিদর্শনে এসেছি। কীভাবে আরও সহায়তা করা যায়, তা খুঁজে বের করার চেষ্টায় অছি। ম্যাকলেনবার্গ কাউন্টি পুনর্নিমাণে আজ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করছি।'

এদিকে কামালা-ওয়ালজ শিবিরকে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন বিলিওনেয়ার বেন হরোউইটজ।

এসএস