রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভারের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ অটোমেশনে এনবিআর জোর দিচ্ছে। এই সিস্টেমে জালিয়াতি ও কারসাজির মাধ্যমে শুল্ক ফাঁকির অপচেষ্টা রোধ ও জালিয়াত চক্র চিহ্নিত করতে এনবিআর কাজ করছে বলেও জানান তিনি। কোন হয়রানি ছাড়া ব্যবসায়ীদের দ্রুত ও হয়রানিমুক্ত সিমলেস সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতেও নির্দেশনা দেন তিনি।
বন্দরের স্ক্যানার সংকট নিরসনে নতুন ৫ টি স্ক্যানার দ্রুত স্থাপনের পাশাপাশি বন্দরের কনটেইনার জট নিরসনে চট্টগ্রাম কাস্টমস হাউস কাজ করছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে চট্টগ্রাম গেলেন মো. আব্দুর রহমান খান। প্রথম দিনে চেয়ারম্যান চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের পাশাপাশি সিএন্ডএফ এজেন্ট ও বিজিএমইএ নেতাদের সাথে মত বিনিময় করেন। সকালে তিনি কাস্টম হাউসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।