সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ মিলছে না: হাসান আরিফ

0

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) পুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। বহু সম্পদ বেদখল হয়ে আছে। যারা বিগত সময়ে ব্যাংক পরিচালনায় ছিলেন তারাই এসব করেছেন। সেগুলো উদ্ধারে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘সম্ভাবনাময় প্রতিষ্ঠান বিআরডিবিতেও স্থবিরতা দেখা যাচ্ছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে গতি আনতে হবে। বিগত ১৫বছরে স্থবিরতাগুলো একটা জায়গায় এসে মুখ থুবড়ে পড়ে আছে।’

হাসান আরিফ আরো বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই।’

এলজিআরডি সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক, বাংলাদেশের চেয়ারপার্সন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। নীতি নির্ধারণী পেপার উপস্থাপন করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এএইচ