দেশে এখন
0

‘ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতিতে রামপাল বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা এসেছে। এ সময় তিনি দেশের বিদুৎ ঘাটতি প্রসঙ্গে অভিযোগ করে বলেন, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মাতুয়াইলে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়না ঘরে যেতে হয় না। এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে।’

ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

দেশের বিদ্যুৎ ঘাটতি প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে।’

এসময় ২ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।

বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, 'বাংলাদেশের বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নাই। হিন্দি বলারই লোক নাই । কিন্তু এই হিন্দিভাসী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কী বড় ধরণের অপরাধ নয়? হত্যা করেছে বাচ্চাদেরকে। গুম করেছে রাজনৈতিক নেতাকর্মীদের । ক্রসফায়ার দিয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের নিজের গতি রক্ষার্থে।'

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর