এখন মাঠে
0

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের প্রয়াণ

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন। আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

গেল আগস্টের শুরু থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। ক্রিটিনিয়েন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছিল। ডায়ালাইসিসের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয় তার। পরে তাকে বিএসএমএমইউ'তে লাইফ সাপোর্টে রাখা হয়।

ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অন্যতম পরিচিত মুখ ছিলেন অঘোর মন্ডল। তিন দশকের বেশি সময় দলে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারে মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন দীর্ঘদিন। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

পত্রিকা, টেলিভিশন, রেডিও সব জায়গাতেই তার সমান বিচরণ। কাজের সুবাদে দেশ বিদেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন। তিনি কলাম লিখছেন নিয়মিত। তার দুটি উল্লেখযোগ্য বই 'এক্সট্রা টাইম' ও 'ইনজুরি টাইম'।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

এসএস