এর আগে শিক্ষার্থীরা প্রথমে সাবেক এই মন্ত্রীর হিজল খরচ বাসভবনের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সুনামগঞ্জ -সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে। পরে শুক্রবার থাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।