সমন্বয়কের নামে চাঁদাবাজির সময় সিলেটে ৯ জন আটক

দেশে এখন
0

সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র সমন্বয়কের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সময় ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার) ভোরে ধলাই নদীতে বিভিন্ন নৌকা থেকে চাঁদাবাজি করার সময় তাদের আটক করে স্থানীয়রা। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জান জানান, ভোর রাতে ধলাই নদী থেকে অবৈধ পাথর তোলার সুযোগ ও সাদাপাথর এলাকা থেকে পাথর তোলার সুযোগ করে দেয়ার প্রলোভনে স্থানীয় বারকি শ্রমিকদের কাছ থেকে কয়েকজন চাঁদা আদায় করছিল।

এসময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। একইদিন দুপুরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন নুর আহমদ নামের স্থানীয় ছাত্র সমন্বয়ক।

আটককৃতরা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

এএইচ