উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ব্রাজিলে সরাসরি সম্প্রচারের মধ্যেই মেয়রপ্রার্থীদের লড়াই

মেয়রপ্রার্থীদের কুৎসিত লড়াইয়ের সাক্ষী হলো ব্রাজিল। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বিতর্কে লোহার চেয়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীর ওপর হামলা করে বসেন এক প্রার্থী।

সিএনএন জানিয়েছে, ঘটনাটি রোববারের। বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরছিলেন পাবলো মার্শেল নামের এক প্রার্থী। এ সময় টিভি পর্দায় হঠাৎ পাশ থেকে চেয়ার দিয়ে পাবলোর মাথায় আঘাতের চেষ্টা করেন হোসে লুইজ নামের অপর প্রার্থী।

পাবলো হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করায় তার হাতে আর বুকেও আঘাত লাগে। গুরুতর আহত না হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যৌন হয়রানির প্রসঙ্গ তুলে পাবলো উসকে দিয়েছিলেন বলে দাবি অভিযুক্ত হোসের। তাকে বিতর্ক থেকে বহিষ্কৃত করা হলেও কৃতকর্মের জন্য অনুতপ্ত নন বলে জানিয়েছেন তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর