রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিংয়ে ত্রুটি ধরা পড়েছে। এ কারণে আংশিক রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর একটি সূত্র জানায়, রাজধানীর ফার্মগেট ও বিজয় স্মরণী মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে। ফলে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনো কারণে বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে বা বিয়ারিং প্যাড সেখান থেকে পড়ে গেছে। তা না হলে এ ধরনের সমস্যা হওয়ার কথা না।
এর আগে সকালে কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও সূত্রে জানা গেছে।