ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের সঙ্গে টেস্ট জয়ের সুযোগ দেখছেন শান্ত

চেন্নাইয়ের উদ্দেশে টাইগারদের দেশত্যাগ

অভিজ্ঞতায় ভারতকে এগিয়ে রাখলেও ভারতের সঙ্গে টেস্ট জয়ের সুযোগ দেখছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভালো খেলাকেই জয়ের মন্ত্র মানছেন টাইগার অধিনায়ক।

দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ২০০০ সালে সাদা পোশাকে ভারতের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।। এরপর গত ২৪ বছরে প্রতিবেশী দলটির দেশে ও দেশের বাইরে সর্বমোট ১৩ টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয়ের মুখ দেখা হয়নি। ২০১৫ সালে ফতুল্লা টেস্টে ড্র টাই এখনো পর্যন্ত রোহিত-কোহলিদের বিপক্ষে সেরা সাফল্য বাংলাদেশের। তবে এবারের ভারত সফরে ভারতের সাথে টেস্ট পরিসংখ্যান সমৃদ্ধ করতে চান অধিনায়ক শান্ত।

অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্ত বলেন, অনেক চ্যালেঞ্জনীয় একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে। সিরিজ হচ্ছে একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচ জিতার জন্য খেলব এবং আমাদের লক্ষ্য এইটাই থাকবে আমরা কাজটা ঠিকমত করতে পার।

অভিজ্ঞতায় ভারতের পেসারদের এগিয়ে রাখলেও শান্তর বিশ্বাস দক্ষতার দিক থেকে নাহিদ রানা -তাসকিন আহমেদরা রোহিত-কোহলিদের চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখেন।। পেসারদের পাশাপাশি অভিজ্ঞ স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী টাইগার অধিনায়ক। খেলতে চান দল হিসেবে।

শান্ত আরো জানান, ৫ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব আনন্দদায়ক একটা ম্যাচ হবে।

পরিকল্পনার জটিলতায় না গিয়ে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগানোর প্রত্যাশা শান্তর। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছে বলেও জানান তিনি।

ছুটিতে থাকলেও জাতীয় দলের সঙ্গে শেষ মুহুর্তে যোগ দিয়েছেন চান্ডিকা হাথুরাসিংহে।। ভারতে অনুশীলন সেশনে কোচের সাথে মিলে বাকি কৌশল সাজাতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে বড় দল হয়ে উঠলেও সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারতকে এবার পরাজয় উপহার দিতে চায় টাইগাররা। যদিও সর্বশেষ ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর নতুন কিছুর স্বপ্নে বিভোর বাংলাদেশ।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর