ঝুঁকিপূর্ণ যুদ্ধ অঞ্চল দাবি করে উপত্যকার উত্তরাঞ্চলের ৩টি এলাকা খালির নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।
এলাকা তিনটি হলো আল মানশিয়া, শেখ জেইদ ও বেইত লাহিয়া।
তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অবৈধ বসতি নির্মাণের উদ্দেশ্যেই এলাকা খালি করার নির্দেশনা দিয়েছে আইডিএফ।
এদিকে গেলো সপ্তাহের মতো শনিবার রাতেও তেল আবিবে বিক্ষোভ করেছে কয়েক লাখ ইসরাইলি। দাবি ছিলো আটক জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে নেতানিয়াহু সরকারের চুক্তি স্বাক্ষর। এসময় বিক্ষোভস্থল থেকে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।