এশিয়া
বিদেশে এখন
0

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ২৫৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮২

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৪ জন। এখনো নিখোঁজ কমপক্ষ ৮২ ভিয়েতনামিজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাও কাই প্রদেশ। নিহতদের মধ্যে শতাধিক প্রদেশটির বাসিন্দা। বন্যার পানি কমতে শুরু করায় পুরোদমে চলছে উদ্ধারকাজ।

রাজধানী হ্যানয়ে রেড নদীর সতর্কতা নামিয়ে আনা হয়েছে থ্রি থেকে অ্যালার্ট ওয়ানে। ইউনেস্কো ওয়াল্ড হেরিটেজ সাইট হালং বে এলাকায় চলছে তিনদিনের পরিস্কার অভিযান।

সুপার টাইফুনের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় মানসিক স্বাস্থ্যে অবনতির শিকার প্রায় ২০ লাখ শিশু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।