দেশে এখন
1

জামালপুরে লোকাল ট্রেনে আগুন

জামালপুর

জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনের যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী ২৫৫ নম্বর যাত্রীবাহি লোকাল ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলে আগুনের সূত্রপাত হয় এবং স্টেশনে পৌঁছালে তা নিয়ন্ত্রণে আসে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, ২৫৫ নম্বর লোকাল ট্রেনটি বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে।

ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টায় জামালপুর রেল স্টেশনের প্রবেশের আগেই ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ থেকে আরেকটি ইঞ্জিন এলে এটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম আকন্দ জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রেল স্টেশনে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ইঞ্জিনে অতিরিক্ত তাপের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!