ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার হার

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে হেরেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সেলেসাওদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্যারাগুয়ে। অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ২-‌‌১ গোলে হার আলবিসেলেস্তেদের।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সময়টা তেমন ভালো কাটছে না। এরই মধ্যে আগামী বিশ্বকাপের ফাইনাল খেলার ঘোষণা দেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

তারপরের দিনই বাছাইপর্বের ম্যাচ হেরে বসেছে সেলেসাওরা। প্যারাগুয়ের কাছে তাদের হার ১-০ গোলে। যদিও বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল ব্রাজিল। তবে, ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দলটি।

ভিনিসিয়ার জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিকের প্রতি ফোকাস থাকলেও কোচের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন রিয়ালের তিন তারকা ফুটবলার। তাদের ব্যর্থতার দিনে সহজেই লক্ষ্যভেদ করে প্যারাগুয়ে। খেলার ২০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান দিয়েগো গোমেজ।

গোল হজমের মিনিট পাঁচেক পর সুযোগ পেয়েছিল ব্রাজিলও। তবে, প্রতিপক্ষের ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধ্বেও একাধিক সুযোগ মিস করে দরিভাল জুনিয়র শিষ্যরা। যে কারণে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের চার নাম্বার হার এটি।

এদিন, বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে তেমন ছন্দে ছিল না আলবিসেলেস্তেরা। ২৫তম মিনিটে কর্নার থেকে গোল পায় স্বাগতিকরা। সমর্থকদের আনন্দে ভাসান মসকোয়েরা।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই সমতা আনে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে লিড সমান করেন গঞ্জালেস। তবে, তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। ডি বক্সের ভেতর ওতামেন্ডির ফাউলে পেনাল্টি পেয়ে যায় কলম্বিয়া। স্পট কিকে দলকে এগিয়ে নেন হামেস রদ্রিগেজ। শেষপর্যন্ত এই লিড ধরে রাখে তার দল। ২-১ গোলে হারলেও আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

এএইচ