ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নিয়ন্ত্রণে টিকিট কালোবাজারি, ফিরেছে স্বস্তি

দেশে এখন
0

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এখন অনেকটাই নিয়ন্ত্রণে টিকিট কালোবাজারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তৎপরতায় স্টেশনে কালোবাজারিদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে কাউন্টার এবং অনলাইন থেকে সহজেই ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা, তাদের মধ্যে ফিরেছে স্বস্তি। তবে, টিকিট কেনায় স্বস্তি ফিরলেও বিদ্যমান ট্রেনের আসন সংখ্যা অপ্রতুল। তাই ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন যুক্ত করার দাবি যাত্রীদের।

রাজস্ব আয়ের দিক থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পরেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবস্থান। প্রতি মাসে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় কোটি টাকার বিক্রি হয় এই স্টেশন থেকে। পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণে এ স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন ৫ থেকে ৭ হাজার যাত্রী।

তবে কালোবাজারিদের উৎপাতে যাত্রার ১০দিন আগে গিয়েও কাউন্টার থেকে টিকিট না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সহজে টিকিট মিলতো না অনলাইনেও। বিভিন্ন আইডি দিয়ে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ টিকিট কেটে নিত কালোবাজারিরা। পরে সেই টিকিটি যাত্রীদের কাছে বিক্রি হতো দ্বিগুণেরও বেশি দামে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দেড়শ’ টাকা মূল্যের একটি টিকিট বিক্রি হতো ৩৫০ থেকে ৪৫০ টাকায়।

গত ৫ আগস্টের পর থেকে অনেকটাই নিয়ন্ত্রণে টিকিট কালোবাজারি। তবে যাত্রী সংখ্যার তুলনায় আসন সংখ্যা অপ্রতুল হওয়ায় ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন যুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিক্ষার্থীদের একজন বলেন, 'কালোবাজারি বন্ধ করতে আমরা শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করছি।' 

যাত্রীদের একজন বলেন, 'আমাদের যে টিকেট দেড়শ’ টাকা সেই টিকেটে ৪শ’ থেকে ৫শ’ টাকায় কিনতে হতো।  সেটা এখন বন্ধ হয়েছে। আমরা দুইদিন আগেও টিকেট কিনতে পারছি।' 

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে, আগে থেকেই তাদের চেষ্টা থাকলেও কালোবাজারি বন্ধ সম্ভব হয়নি।

আর যাত্রী দুভোর্গ কমাতে টিকিট সংখ্যা বাড়ানোর জন্য রেলপথ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা জপ্রশাসনের এ কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান বলেন, 'যাত্রী চাহিদার তুলনায় টিকেটের টাকা খুবই কম। এখানে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাত্রী আসা যাওয়া করে।'  

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, 'শিক্ষার্থীরা চেষ্টা করছে। আমরাও এই ক্ষেত্রে সজাগ আছি কেউ যেন কালোবাজারি না করতে পারে।' 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহগামী ১৪ জোড়া ট্রেন থামে।

ইএ

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০