এর মধ্য দিয়ে ৮ দিনের ছুটি শেষে আবারও সচল হলো বন্দরের কার্যক্রম। তবে ছুটির সময় বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিয়া শানু জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিনের ছুটি ঘোষণা করা। ছুটি শেষে আজ শনিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তোলা, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়।