সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে প্রথম আলোর কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটির বিষয়ে একটি সতর্কবার্তা দেখা যায় পত্রিকাটির ওয়েবসাইটের হোম পেজে।
সতর্কবার্তাটিতে উল্লেখ করা হয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস-এর নিরাপত্তা ত্রুটির কারণে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কেউ পূর্ব প্রকাশিত সংবাদ পরিবর্তন বা মিথ্যা তথ্য প্রকাশ করতে পারে।
যেখানে হ্যাকার নিজেকে একজন 'শুভাকাঙ্ক্ষী' হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি প্রথম আলোর ক্ষতি করতে চান না, বরং নিরাপত্তা ত্রুটিগুলো চিহ্নিত করে তা সংশোধনে সহযোগিতা করতে ইচ্ছুক।
তিনি প্রথম আলোর প্রযুক্তি বিভাগ এবং নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চান বলেও বার্তায় উল্লেখ করেন।
পরবর্তীতে শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দেয়া সেই বার্তাটি সরিয়ে নেয়া হয়।