দেশে এখন
1

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ছাত্র–জনতার আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। আজ(রোববার, ৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে দেশব্যাপী চলে তৎকালীন আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর হামলা। এতে হাজারের বেশি নিহতের পাশাপাশি আহতের সংখ্যা বহু। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসলো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন।

এর আগে ফিজিওথেরাপি দিবসের র‍্যালি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরুর আগে শহীদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় কথা বলেন ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এ সময় নিজেদের আক্ষেপের কথা তুলে ধরে ফিজিওথেরাপিস্টরা জানান, ফিজিওথেরাপি চিকিৎসা সেবার গুরুত্ব থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারা অবহেলিত। সব হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদ থাকলেও নিয়োগ দেয়া হচ্ছে না। অবিলম্বে নিয়োগ দেয়াসহ তিন দফা দাবি জানান সরকারের কাছে।_সংবাদ বিজ্ঞপ্তি

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর