দেশে এখন
0

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাদের স্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছেন তিনি।

আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে নিউরোসায়েন্সে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। হাসপাতালটিতে ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত ১১ জন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা এখন উন্নতির দিকে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর