টানা ৯ ম্যাচ জিতে সার্বিয়ার মাঠে খেলতে নেমেছিল স্পেন। কিন্তু মার্চের পর প্রথমবার পয়েন্ট হারালো লা রোজারা। মিডফিল্ডার রদ্রি ও অধিনায়ক আলভারো মোরাতা নিষেধাজ্ঞার কারণে ছিলেন না।
ইনজুরিতে আক্রান্ত গোলকিপার উনাই সিমন। তাদেরকে ছাড়া স্পেনের শুরুটা হয়েছিল স্বভাববিরুদ্ধ। প্রথমার্ধে লক্ষ্যে গোলমুখে মাত্র দুটি শট নিতে পেরেছিল স্পেন।
বিরতির পর ইউরোপ চ্যাম্পিয়নরা প্রাণবন্ত হয়ে উঠলেও বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে। বার্সা টিনএজ সেনসেশন লামিন ইয়ামাল কয়েকটি সুযোগ তৈরি করে দিলেও কাজে লাগাতে পারেননি তার সতীর্থরা। আর ২২ গোলের চেষ্টা করেও গোলমুখ খুলতে ব্যর্থ হয়েছে তারা।