‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে’

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস

খাগড়াছড়ি-রাঙামাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
খাগড়াছড়ি-রাঙামাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা |
0

গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে 'অবন্ধুসুলভ আচরণ' করছেন শেখ হাসিনা।'

এ অবস্থায় যতক্ষণ পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ না করছে, ততক্ষণ দিল্লিতে বসে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দিয়ে চুপ থাকার জোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছে না বলেও উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান।

১৩ আগস্টে শেখ হাসিনার দেয়া বক্তব্যে 'ন্যায় বিচারের' দাবি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, 'সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।'

এসএস