দেশে এখন
0

বন্যার্তদের সাহায্যে ঢাবি চারুকলার বকুলতলায় গানের অনুষ্ঠান

বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় দু'দিনের গানের অনুষ্ঠান। এখান থেকে সংগ্রহ করা অর্থ ব্যয় হবে বানভাসিদের মাঝে। বকুলতলার গানে সঙ্গীতশিল্পী ও ব্যান্ডদল বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন।

বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় দু'দিনের গানের অনুষ্ঠান। এখান থেকে সংগ্রহ করা অর্থ ব্যয় হবে বানভাসিদের মাঝে। বকুলতলার গানে সঙ্গীতশিল্পী ও ব্যান্ডদল বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার্তদের সহায়তায় সংগ্রহ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। বন্যার্তদের পাশে দাঁড়াতে গান গেয়ে অর্থ সংগ্রহ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। যেখান পারিশ্রমিক ছাড়াই অংশ নেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল।

বানভাসিদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিবার আয়োজন করেছে ২ দিনের বকুলতলার গান। প্রথম দিনে সবার জন্য উন্মুক্ত করা হলেও সমাপনী দিনে করা হয়েছে জনপ্রতি ২০০ টাকা মূল্যে প্রবেশের টিকিট।

শ্রোতারা বলছেন, গানে গানে বন্যার্তদের পাশে দাঁড়াতে একদিকে যেমন শ্রোতারা সহায়তা করছেন অন্যদিকে শিল্পী ও ব্যান্ডদল বিনা পারিশ্রমিকে গান‌ গেয়ে পাশে দাঁড়াচ্ছেন বন্যার্তদের পাশে।

শ্রোতাদের মধ্যে একজন বলেন, 'বন্যাদুর্গত মানুষদের জন্য গান শুনতে আসছি। আপনারও সাহায্য করবেন।'

চারুকলা অনুষদ এই অনুষ্ঠানটির আয়োজন করছে। এটা খুবই ভালো হয়েছে। সবাই টিকেট নিয়ে ঠুকছে, এই টাকা বন্যার্তদের জন্য যাবে বলেও জানান আরেক শ্রোতা।

আয়োজকর বলছেন, বকুলতলায় প্রথমদিন সংগ্রহ হয়েছে ৭০ হাজারের বেশি টাকা, এতে দু'দিনে সংগ্রহ করা অর্থ দেয়া হবে পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের।

আয়োজকদের মধ্যে একজন বলেন, 'এখানে এসে মানুষ গান ও শুনছেনে। টিকেটও কিনছেন এবং ফান্ডিংও হচ্ছে।'

দেশের এই ক্রান্তিলগনে শিল্পীদের এই পাশে দাড়ানোটা আমাদের জন্য উৎসাহজনক বলেও জানান আরেক স্বমন্বয়ক।

বুকলতলার গানের অনুষ্ঠানে অনুদান সংগ্রহ বাক্সের পাশাপাশি ছবি এঁকে বিক্রি করা অর্থও দেয়া হবে বানভাসিদের।

tech