এখন মাঠে
0

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলাদেশ

পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম দুই সেশন শেষে চালকের আসনে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১ম দিনের খেলা বন্ধ থাকার পর ২য় দিনে বোলারদের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখাচ্ছে মিরাজ-তাসকিনরা।

প্রথম টেস্টের ৫ম দিনে যেখানে শেষ করেছিলো শান্তরা দ্বিতীয় টেস্টের ১ম দিনে যেন সেখান থেকেই শুরু করেছে বাংলাদেশ।

দিনের শুরুতেই অসাধারণ ইনসুইংগারে পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন।

এরপর সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ শতরানের জুটি গড়লেও মিরাজের জোড়া শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলে ছন্দ হারায় স্বাগতিকরা।

পরবর্তীতে চা বিরতির আগে তাসকিন ও সাকিব আল হাসান একটি করে উইকেট তুলে নিলে বিপাকে পড়ে পাকিস্তান।

বৃষ্টির কারণে চারদিনের ম্যাচে পরিণত হওয়া টেস্টে পাকিস্তানের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে চায় বাংলাদেশ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর