দেশে এখন
0

দেশবাসীকে এতোদিন উন্নয়নের ভ্রান্ত কেচ্ছা বলা হয়েছে: উপদেষ্টা ফাওজুল কবির

উন্নয়নের নামে দেশবাসীকে এতোদিন ভ্রান্ত কেচ্ছা শোনানো হচ্ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ (শনিবার, ৩১ আগস্ট) খুলনায় একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘এতোদিন দেশবাসীকে উন্নয়নের কেচ্ছা বলা হচ্ছিল, এটি একটি ভ্রান্তি।’

তিনি বলেন, ‘৮ হাজার কোটি টাকার বেশি ব্যয় করে খুলনায় একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। কার সাথে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলো যেখান থেকে সাধারণ মানুষ কোনো সুবিধাই পাচ্ছে না।’

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, দেশের বিভিন্ন জায়গায় অনিয়মের মহা উৎসব হয়েছে, যার ফলে দেখা দিয়েছে আস্থার সংকট।’

এছাড়াও তিনি জানান, আন্দোলনকারীরা ছাড়া দায়বদ্ধতা না থাকায় কোন আত্মীয়করণ ছাড়াই সঠিকভাবে সব প্রকল্প বণ্টন করা হবে।

tech