১৯৮৫ সালে থেকে উইন্ডোজের সঙ্গে অন্যতম ফিচার হিসেবে কনট্রোল প্যানেল চালু আছে। প্রায় চার দশক আগে উইন্ডোজ ১.০ এর সঙ্গে প্রথম এটি প্রকাশ্যে আসে। সিস্টেমের বিভিন্ন বিষয় অ্যাডজাস্ট করার জন্য এটি সহায়তা করতো।
ক্যাজুয়াল বা পেশাদার পর্যায়ে সব ব্যবহারকারীই বছরের পর বছর এ ফিচার ব্যবহার করে আসছে এবং নির্ভরশীল ছিল। তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর থেকে কনট্রোল প্যানেলের বিকল্প নিয়ে কাজ শুরু করে মাইক্রোসফট।
পর্যায়ক্রমে কনট্রোল প্যানেলকে সেটিংসে রুপান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। ২০১৬ সালের দিকে বিষয়টি একজন কর্মীর মাধ্যমে প্রকাশ্যে আসে। সে সময় থেকে মাইক্রোসফট ধীরে ধীরে কনট্রোল প্যানেলের ফিচার সেটিংস অ্যাপে যুক্ত করতে শুরু করে।
প্রযুক্তিবিদদের মতে, কনট্রোল প্যানেল সরিয়ে দেয়ার বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
অনেকের অভিমত, এটি শুধু টুল ছিলনা, পাশাপাশি অনেক ফিচার ব্যবহারের সুবিধা দিয়েছে। নতুন সেটিংস অ্যাপে আলাদা ডিজাইন দেয়া হলেও তা ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি।