গত মঙ্গলবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে পিপি পদে নিয়োগ দেয়া হয়।
গতকাল (বুধবার, ২৮ আগস্ট) এ খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে।
পরে পিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। সেখানে অবিলম্বে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা।