সোমবার সকালে রাজধানীর শাহবাগে এই গণজমায়েতে শতশত প্যাডেলচালিত রিকশাওয়ালা ও রিকশা মালিক।
এ সময় তারা তাদের ৭ দফা দাবি তুলে ধরে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। গণজমায়েতে তারা বলেন, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারকারী, যানজট সৃষ্টিকারী ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা রাজধানী থেকে উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
সরকারের রাজস্ব আয় বাড়াতে রিকশাজীবিদের ট্রেড লাইসেন্সের বিষয় কথা বলেন তারা। রিকশাচালকদের যোগ্যতা অনুযায়ী সব ক্ষেত্রে চাকরি দেয়ারও দাবি জানান তারা। পরে আন্দোলন স্থগিত করা হয়।