বিদেশে এখন
0

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা

ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যজুড়ে। যুদ্ধবিমানের মাধ্যমে ইসরাইলের চালানো হামলায় লেবাননে নিহত হয়েছেন ১ ব্যক্তি। জবাবে ইসরাইলের ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অসংখ্য ড্রোন ও ৩ শতাধিক কাতুশা রকেটের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, হামলার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে । প্রাণহানি এড়াতে ইসরাইলজুড়ে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন।

আজ (রোববার, ২৫ আগস্ট) রাত থেকে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে।

এদিন, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমানার ৫ থেকে ১২০ কিলোমিটার অভ্যন্তরে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। আইডিএফের সামরিক মুখপাত্র জানান, হিজবুল্লাহ থেকে হামলার শঙ্কা থাকায় আত্মরক্ষার্থে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষ্যতে ইয়েমেন ও ইরানসহ যেকোনো স্থানে ইসরাইল হামলা চালাবে বলেও দেয়া হয় সতর্কবার্তা।

ইসরাইল সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘আমরা ইয়েমেন ও ইরানে নজরদারি রাখছি। হিজবুল্লাহ ইরানের মদদপুষ্ঠ সংগঠন। আমরা নিশ্চিত ইরানের নির্দেশে হিজবুল্লাহ সবকিছু করছে। তাই হুমকি নস্যাতে যেখানে প্রয়োজন, সেখানেই হামলা চালানো হবে।’

জবাবে ইসরাইলের ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যাতে ব্যবহার করা হয় অসংখ্য ড্রোন ও ৩ শতাধিক কাতুশা রকেট। যদিও, বেশিরভাগ আক্রমণই পরাস্ত হয়েছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় এরইমধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও হিজবুল্লাহর হামলায় সামান্য আহত হয়েছেন ১ নারী। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার প্রতিশোধে চালানো হয়েছে হামলা। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে সফলতার সঙ্গে।

হিজবুল্লাহর হামলার পর নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি সভা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ঘোষণা আসে ইসরাইলজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারির। প্রধানমন্ত্রী জানান, অচিরেই আঘাতের পাল্টা জবাব দেবে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলের উত্তরাঞ্চলে অসংখ্য রকেট ধ্বংস করেছে আইডিএফ। ইসরাইলি ভূখণ্ড রক্ষায় আমরা প্রয়োজনীয় সবকিছুই করতে প্রস্তুত। একটা সরল নীতি অনুসরণ করছি। যারা আমাদের আঘাত করবে, আমরা তাদের পাল্টা আঘাত করবো।’

জরুরি অবস্থা জারির পর নিষিদ্ধ করা হয়েছে ৩০ জনের বেশি গণজমায়েত। সীমান্ত সংলগ্ন কয়েকটি সৈকতে সীমিত করা হয়েছে জনসাধারণের প্রবেশ। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর।

এদিকে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জো বাইডেন। আত্মরক্ষার অধিকার নিশ্চিতে ইসরাইলকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গেল ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকার ও তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা করে ইসরাইল। এরপরই প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় ইরান, হামাস, হিজবুল্লাহ, হুতি ও সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মাঝে ইসরাইলের সঙ্গে বিবদমান পক্ষগুলো ছোটখাটো হামলায় জড়ালেও নতুন এই পাল্টাপাল্টি হামলা ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যজুড়ে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর