প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ফ্রান্সের বোর্গেট বিমানবন্দর থেকে আটক টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল

টেলিগ্রামের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে অ্যাপটির প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে। ব্যক্তিগত বিমানে প্যারিসে অবতরণের পরই তাকে আটক করে ফরাসি পুলিশ। আজ (রোববার, ২৫ আগস্ট) রাতে আদালতে উপস্থাপন করা হবে ৩৯ বছর বয়সী এই ধনকুবেরকে।

স্থানীয় সময় শনিবার রাতে আজারবাইজান থেকে ব্যক্তিগত বিমানে ফ্রান্সের বোর্গেট বিমানবন্দরে অবতরণের পর ৩৯ বছর বয়সী এই ধনকুবেরকে আটক করে ফরাসি পুলিশ।

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে অস্বচ্ছতা, মাদক চোরাচালানসহ টেলিগ্রামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সার্চ ওয়ারেন্ট জারি ছিল রুশ বংশোদ্ভুত পাভেলের বিরুদ্ধে। পাভেলকে আটক করার সময় তার সঙ্গে ছিলেন এক নারী ও দেহরক্ষী।

সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক দেশগুলোর পাশাপাশি দক্ষিণ আমেরিকা ও টেলিগ্রামের কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত ভ্রমণ করতেন পাভেল দুরভ। তবে ইউরোপের যেসব দেশে অ্যাপটি কঠোর নজরদারিতে রাখা হয়, সে দেশগুলো এড়িয়ে চলতেন ৩৯ বছর বয়সী এই ধনকুবের।

২০০৬ সালে ভাই নিকোলাইয়ের সঙ্গে মিলে পাভেল তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকে। তুমুল জনপ্রিয় অ্যাপটি পরিচিতি পায় রাশিয়ায় ফেসবুক হিসেবে। ২০১৩ সালে পাভেল তৈরি করেন ক্লাউড বেইজড ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম।

বর্তমানে বিশ্বজুড়ে টেলিগ্রামের গ্রাহক একশো কোটির বেশি। পুতিন প্রশাসনকে গ্রাহকদের তথ্য দিতে অস্বীকৃতি জানানোয় আইনি জটিলতায় পাভেলকে ২০১৪ সালে ছেড়ে দিতে হয় ভিকে'র সিইওর পদ। এরপর থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তিনি। বর্তমানে ফরাসি পুলিশের হেফাজতে রয়েছেন পাভেল।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর