একজনের এমপক্স আক্রান্তের খবরে কোয়ারেন্টাইনে পুরো পণ্যবাহী জাহাজ

স্বাস্থ্য
বিদেশে এখন
0

একজন ক্রুর এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আর্জেন্টিনায় কোয়ারেন্টাইনে রাখা হয় পণ্যবাহী একটি জাহাজকে। পরে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তির আসলে চিকেন পক্স হয়েছিল।

সতর্কতা হিসেবে জাহাজটিকে তীরে ফিরতে না দিয়ে পারানা নদীতে আলাদা করে রাখার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তার এমপক্সের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। জাহাজের ওই ক্রু সদস্য ভারতীয় নাগরিক। তার বুকে ও মুখে সিস্টের মতো ক্ষত তৈরি হয়েছিল।

গত সপ্তাহে, আফ্রিকায় ভাইরাসের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

tech