দেশে এখন
0

বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার, ২১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে  দুর্গত এলাকায় খাবার ও ঔষধ সরবরাহ করা হচ্ছে।’

এছাড়াও দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে বাংলাদেশ এবং পাচারকৃত টাকা ফেরত এনে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে হবে জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বাংলাদেশের নির্বাবাচনী সংস্কারের ক্ষেত্রে ব্রিটেন কারিগরি সহায়তা দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

tech