উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

শিকাগোতে ডেমোক্র্যাটিক দলের চারদিনের জাতীয় সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্র্যাটিক দলের চারদিনের জাতীয় সম্মেলন। সম্মেলনস্থলে ফিলিস্তিপন্থি বিক্ষোভে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্মেলন ঘিরে শিকাগোয় সমবেত হয়েছে হাজারো মানুষ। বিভিন্ন জনমত জরিপ ও প্রচারণার তহবিল সংগ্রহের দিক থেকে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা।

এদিকে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা।

tech