মঙ্গলবার সকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে মামলার আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদাবর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন সোহাগ চৌধুরীর আদালত।
মামলার এজাহারে দেখা যায়, নিহত গার্মেন্টসকর্মী সোহেল আন্দোলন চলাকালে অংশ নেন। এরপর আদাবর থানার সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিতে বিদ্ধ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি হন। হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।