দেশে এখন
0

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও নোবিপ্রবি'র চ্যান্সেলর বরাবর লিখিত আকারে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আবেদনে তিনি বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) নং স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস-চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর পদ হতে পদত্যাগ করছি। উল্লেখ্য গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এর অধ্যাপকের চাকরি থেকে অবসরে গমন করি।'

গতকাল (সোমবার, ১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে উপাচার্য তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে রেজিস্ট্রার মো. জসিম উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংযুক্ত করা হয়েছে।

গত ১৩ আগস্ট ২০২৩ রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. মো. দিদার-উল-আলম। এর আগে অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ২০১৯ সালের ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ওই বছরের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

tech