দেশে এখন
0

আতিক-তাপসসহ ১২ সিটি করপোরেশন মেয়রকে অপসারণ

সব সিটিতে প্রশাসক নিয়োগ

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারন করেছে অন্তর্বর্তী সরকার। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এসব সিটি করপোরেশন মেয়রদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়া খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, কুমিল্লা সিটি করপোরেশনে তাহসিন বাহার সূচনা, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে থাকা সেলিনা হায়াৎ আইভী এবং গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুনকে অপসারণ করেছে সরকার।

‘স্থানীয় সরকার (সিটি রপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে এসব সিটি রপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণের পর দায়িত্ব পালনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি করপোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি করপোরেশন, গাজীপুরের বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর