দেশে এখন
0

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান গ্রেপ্তার

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিয়াউল আহসানকে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলে পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১ জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়।

গত ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর