অপরাধ ও আদালত
0

সিএমএম আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সিএমএম আদালতে নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে নেয়া হয়।

একইসঙ্গে আদালতে নেয়ার পর তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পুলিশের এই আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালত।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় দু'জনকে আসামি করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতরর নেয়া হলে আইনজীবীরা বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দেয় আইনজীবীরা। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিয়ে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাদের পুলিশের ভ্যানে উঠানো হয়। প্রিজনভ্যান লক্ষ্য করে এসময় ডিম নিক্ষেপ করা হয়।

এর আগে গতকাল (মঙ্গলবার, ১৩ আগস্ট) রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর