দেশে এখন
0

স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট, দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি

রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভিতরে মুভ টু ডিজি হেলথ নামে কর্মসূচি পালন করে স্বাস্থ্য ক্যাডাররা। পরবর্তীতে প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেন তারা।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য ক্যাডারদের বঞ্চিত করে এডহক ও নন-ক্যাডার প্রকল্প কর্মকর্তাদের অবৈধ ও বিধিবহির্ভূত পদোন্নতি ও পদায়ন বাতিল করতে হবে।‌

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি তোলেন স্বাস্থ্য ক্যাডাররা। এসময় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য ও ওষধ নীতিমালা প্রণয়ন, স্বাস্থ্য আইনসহ স্বাস্থ্য খাতে যুগোপযোগী সংস্কারের দাবি তোলেন স্বাস্থ্য ক্যাডাররা।

tech