দেশে এখন
0

সংকটকালীন জরুরি কী কী করণীয় ৭দিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে তালিকা দেয়ার আহ্বান

সংকটময় সময়ে জরুরি কী কী করণীয় সাতদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তালিকা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। আজ (সোমবার, ১২ আগস্ট) প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, 'সংকটময় সময়ে জরুরি কী কী করণীয়, সাতদিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে তালিকা দিতে বলা হয়েছে। সার, বিদ্যুৎ , কৃষি, খাদ্য, বন্দর, জ্বালানি কেনাকাটা এসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে নির্দেশে দেয়া হয়েছে।'

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা দ্রুত সব মন্ত্রণালয় ও বিভাগের কাজ করার নির্দেশ দিয়েছেন। জরুরি যেসব সিদ্ধান্ত নেয়ার বিষয় আছে তার কাছ থেকে, উপস্থাপন করতে বলেছেন। বিদুৎ, জ্বালানি, সার ও রেলের ক্ষেত্রে সব বাধা দূর করতে বলেছেন।'

সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এছাড়া মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিক করারও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রশাসনের বদলির বিষয়ে জনপ্রশাসন সচিব জানান, 'প্রশাসনে বঞ্চিতদের সহসায় পদোন্নতি দেয়ার ব্যবস্থা করা হবে। নির্দেশ পেলেই বড় ধরনের রদবদল করা হবে।'

১৫ আগস্টের ছুটি বাতিল বা বহাল থাকা নিয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলেও জানান জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, 'এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। সিদ্ধান্ত আসলে জানানো হবে।'

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর