ইউরোপ
বিদেশে এখন
0

দাবানলের আগুনে পুড়ছে গ্রিসের অ্যাথেন্সের ৩৫ কিলোমিটার

দাবানলের আগুনে পুড়ছে গ্রিস ও স্পেন। রোববার (১১ আগস্ট) বিকেলে শুরু হওয়া দাবানলে এখনও পুড়ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের ৩৫ কিলোমিটার উত্তরে একটি গ্রাম।

১ হাজার ৮০০ মানুষ বসবাস করা এই গ্রামটিতে শুরু হওয়া দাবানল বাতাসের কারণে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ছে। রাজধানী অ্যাথেন্সের আকাশে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী।

ভয়াবহ এ দাবানল মোকাবিলায় হিমশিম খাচ্ছেন গ্রিসের ৪০০ এরও বেশি দমকল কর্মী। ১৬টি প্লেন ও ১৩টি হেলিকপ্টার থেকে পানি ফেলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা।

অন্যদিকে স্পেনের আরাগন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

tech