দেশে এখন
0

সাতদিনের মধ্যে মেট্রোরেল চলাচল শুরু করতে কাজ চলছে: ডিএমটিসিএল

বন্ধ থাকবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন

আগামী সাতদিনের মধ্যে মেট্রোরেল চলাচল শুরু করতে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ (রোববার, ১১ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এখন টিভিকে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালু করার জন্য পুরো প্রস্তুত থাকব। তবে ঠিক কবে থেকে মেট্রোরেল চালু হচ্ছে, সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে।’

এম এ এন সিদ্দিক বলেন, ‘অপারেশন পুনরায় চালু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি শুরু করেছি। এজন্য প্রযুক্তিগত যেসব পরীক্ষা চালানো দরকার, তা করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ট্রায়াল রানও করে ফেলা হবে।’

তবে মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর