এ উপলক্ষে সকাল ৯টা ৩০মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের হেলিপ্যাড থেকে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ, সাভারের উদ্দেশে যাত্রা করেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি পুনরায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আসবেন। এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করবেন।
এর আগে বঙ্গভবনে (বৃহস্পতিবার, ৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে রাত ৯টা ২০ মিনিটে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর পরে ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।