আইওএসের সবশেষ ভার্সনে এটি ব্যবহার করা যাবে। আপডেট বা টুলটি যুক্ত হওয়ার আগে শুধু কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যেত। তবে এখন থেকে গ্রুপ চ্যাটেও ইভেন্ট তৈরি যাবে। এজন্য গ্রুপ চ্যাটে থাকা প্লাস আইকনে ক্লিক করে ইভেন্ট নির্বাচন করতে হবে।
ইভেন্ট তৈরির নতুন টুলটি ব্যবহার করা সহজ বলে জানিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম। এর মাধ্যমে ইভেন্টের নাম, বিস্তারিত, তারিখ, সময়, অবস্থানসহ গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করা যাবে।
ইভেন্টে কীভাবে যোগাযোগ করা হবে সেটিও নির্ধারণ করে দেয়া যাবে। সেটি হতে পারে অডিও বা ভিডিও কল। ইভেন্ট তৈরি হয়ে গেলে গ্রুপের সদস্যরা নোটিফিকেশন পাবে।
ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার দিক থেকে হোয়াটসঅ্যাপ বেশ পরিচিত। নতুন এ ফিচারটিও ব্যবহারকারীদের তথ্য গোপন রাখবে এবং এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দিবে বলে জানা গেছে।
ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, সবার জন্য ফিচারটি চালুর কাজ শুরু হয়েছে। এজন্য আইওএস ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের হালনাগাদ ভার্সন ইনস্টল করতে হবে।