দেশে এখন
0

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সামনে থাকা ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। হামলায় সরকার দলীয় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ (রোববার, ৪ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নগরের হাতেম আলী কলেজ ও সংলগ্ন চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে একদল আন্দোলনকারী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের নবগ্রাম রোডে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

তারা জানায়, বাড়ির সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা লস্কর নুরুল হক বলেন, ‘প্রতিমন্ত্রীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। অনেকগুলো বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী বাড়িতে ছিলেন না। হামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর