প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এমএম ইমরুল কায়েস জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়।
বৈঠকে তারা কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে তরুণ-যুবকরা ভাবছে এখন বাংলাদেশ যেমন দেখছে তেমনই মনে হয় ছিল। ২০০১ সালে নির্বাচনের দিন থেকে শুরু করে প্রায় ২১ হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে মৃত্যু্বরণ করে, পঙ্গু হয়।’
এসময়, অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একমত হন শিক্ষকরা।
মতবিনিময়ে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াইশ' শিক্ষক।