গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

আগামী সপ্তাহে নতুন দুই ট্যাবলেট উন্মোচন করবে হুয়াওয়ে

আগামী সপ্তাহে নতুন দুটি ট্যাবলেট ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে হুয়াওয়ে। এগুলো হলো মেটপ্যাড প্রো ১২.২ এবং মেটপ্যাড এয়ার ১২। তবে এসব ডিভাইস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে গিজমোচায়না প্রকাশিত খবরে জানানো হয়েছে।

নতুন প্রো মডেলে আগের ভার্সনের ডিজাইন দেয়া হয়েছে। এর মধ্যে মেটপ্যাড প্রো ১৩.২ (২০২৩) এর নচ এবং মেটপ্যাড প্রো ১১ (২০২৪) এর পাঞ্চ হোল ক্যামেরা দেয়া হয়েছে।

এদিক থেকে ১২.২ মডেলের সামনে থাকা ক্যামেরা একেবারেই আড়ালে রাখা হয়েছে। প্রযুক্তিবিদদের ধারণা ডিভাইসে আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে।

মেটপ্যাড এয়ার ১২ ও সম্পূর্ণ নতুন ডিজাইনে বাজারে আসবে। তবে ২০২৩ সালে বাজারে আসা মেট প্যাড এয়ারে থাকা ডুয়াল ক্যামেরা সেটআপ দেয়া হয়নি।

হুয়াওয়ের নির্বাহী পরিচালক রিচার্ড ইউ মেটপ্যাড প্রো ১২.২ এবং নতুন গো পেইন্ট অ্যাপের ড্রইং প্রদর্শন করেন। সে হিসেবে প্রযুক্তিবিদরা মনে করছেন ডিভাইসে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন থাকতে পারে। এর মধ্যে স্টাইলাস পেন নির্ভর এয়ার জেসচার সাপোর্ট থাকবে।

আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানা গেলেও গুঞ্জন রয়েছে, মেটপ্যাড প্রো ১২.২ এ কিরিন ৯০১০ চিপসেট এবং ১০০ ওয়াটের চার্জিং সুবিধা থাকবে।

অন্যদিকে মেটপ্যাড এয়ার ১২ তে ৬৬ ওয়াটের চার্জিং ফিচার থাকতে পারে। দুটি মডেলেই হুয়াওয়ের উন্নত ওয়্যারলেস প্রযুক্তি নিয়ারলিংক ব্যবহার করা হতে পারে। এছাড়াও প্রো মডেলে স্যাটেলাইট মেসেজিং পরিষেবা থাকতে পারে বলে জানা গেছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর