দেশে এখন
0

৬ দিন পর ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি। আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) দুপুর দেড়টায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা।

নাহিদের বাবা বদরুল ইসলাম বলে, 'ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় দিয়ে আসে।'

নাহিদ ছাড়াও ডিবি কার্যালয়ে ছিলেন মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

গত ছয়দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ, সারজিস আলমসহ ৬ সমন্বয়ক ডিবির হাতে আটক ছিলেন।

এর আগে সোমবার (২৯ জুলাই) আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি ডিবির হেফাজতে থাকা এই ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে হাইকোর্টে রিট দায়ের করেন। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর