দেশে এখন
0

ডিবি প্রধান হারুনকে বদলি, দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।

আজ (বুধবার, ৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সের এক কার্যালয় আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কার্যালয় আদেশে বলা হয়েছে, হারুন অর রশীদকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।

২০২২ সালের ১৩ জুলাই ডিএমপির ডিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় হারুন অর রশীদকে। এর আগে ২০১৮ সালে তিনি নারায়নগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে আরও উল্লেখ করা হয়, ডিবি প্রধান হিসেবে হারুন অর রশীদের জায়গায় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করবেন মহা. আশরাফুজ্জামান।

তিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. খঃ মহিদ উদ্দিনকে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর