শেষ সাফ চ্যাম্পিয়নশিপেই যে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা- সেই ভুটানের বিপক্ষেই ২ গোলে পিছিয়ে পরে কষ্টার্জিত জয় পেল সাবিনারা।
ম্যাচের ২০ মিনিট যেতেই দুই গোলের লিড নেয় ভুটান। ১৪ মিনিটে ডেকি লাজুমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আট মিনিট পরেই আবারো দলকে লিড এনে দেন লাজুম। তবে সব সুযোগ কাজে লাগাতে পারলে গোলের ব্যবধান আরো বাড়তে পারতো। অবশ্য ভালো কিছু সুযোগ ছিল বাংলাদেশের সামনেও। এক সাগরিকাই নষ্ট করেছেন নিশ্চিত দুটি সুযোগ।
ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি সফরকারী মেয়েরা। ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সাবিনা। আর পাঁচ মিনিট পর সমতায় ফেরে বাংলাদেশ। সাগরিকার বুদ্ধিদীপ্ত শটে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
৬২তম মিনিটে প্রথমবারের মতো স্বাগতিক ডিফেন্ডারের ভুলে লিড নেয় বাংলাদেশ। ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় সফরকারীরা। সুমাইয়ার গোলে ভুটানের জালে এক হালি গোল পূর্ণ করে বাংলাদেশের মেয়েরা।