আন্তর্জাতিক বাণিজ্য
0

সাবমেরিনের উন্নয়নে ১৪০ কোটি ডলারের চুক্তিতে অস্ট্রেলিয়া

নেভিতে থাকা কলিন ক্লাস সাবমেরিনের উন্নয়নে নতুন চুক্তি করেছে অস্ট্রেলিয়া। রাষ্ট্রায়ত্ত সাবমেরিন নির্মাতা কোম্পানি এএসসির সঙ্গে চার বছরের জন্য ১৪০ কোটি ডলারের এ চুক্তি সম্পন্ন হয়েছে। রয়টার্স প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্প মন্ত্রী প্যাট কনরয় বলেন, ‘টেকসই চুক্তির মাধ্যমে ডিজেল-ইলেকট্রিক চালিত কলিন্স-শ্রেণির বহরকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরো আধুনিক করে তোলা হবে।’

কনরয় আরো বলেন, চুক্তিটি প্রত্যক্ষভাবে ১১শ এর বেশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীর কাজের সুযোগ করে দেবে। বিশেষ করে পশ্চিম অস্ট্রেলিয়ার হেন্ডারসন এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ওসবোর্ন শহরে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।’

অসবর্নে নিউক্লিয়ারচালিত সাবমেরিন তৈরিতে কাজ করবে এএসসি ও ব্রিটেনের বিএই সিস্টেম। ২০২১ সালে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২১ সালে যে এইউকেইউএস চুক্তি হয়েছে তার মূল উপাদান এটি। চলতি দশকের শেষ দিকে এই সাবমেরিনের উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে সূত্রে জানা গেছে। তবে বর্তমানে শিপইয়ার্ডটি বিদ্যমান কলিন্স ক্লাস সাবমেরিনের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

এএইচ